প্রশ্ন
আমরা প্রতি রমযানে আমাদের মসজিদে খতম তারাবীর ব্যবস্থা করি। আমরা সবাই মিলে টাকা উঠিয়ে রমযানের শেষে হাফেয সাহেবকে কিছু হাদিয়া দিয়ে থাকি। এটা কি জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
খতম তারাবীর জন্য হাফেয সাহেবদেরকে হাদিয়ার নামে বিনিময় দেওয়া ও তাদের জন্য তা গ্রহণ করা ঠিক নয়। কেননা এটি মূলত কুরআন মাজীদের তিলাওয়াত ও খতমেরই বিনিময়, যা নাজায়েয। হাদিস শরিফে এসেছে, আবদুর রহমান ইবনে শিবল (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, তোমরা কুরআন পড়। তবে এর বিনিময়ে কোনো কিছু ভোগ করো না। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৫৩৫)
আরেক বর্ণনায় আছে, আবদুল্লাহ ইবনে মা‘কিল (রা.)) থেকে বর্ণিত, তিনি এক রমযানে লোকদের নিয়ে তারাবী পড়লেন। এরপর ঈদের দিন উবাইদুল্লাহ ইবনে যিয়াদ তাঁর কাছে এক জোড়া কাপড় এবং পাঁচশ’ দিরহাম পাঠালেন। তখন তিনি কাপড় জোড়া ও দিরহামগুলো এ বলে ফেরত পাঠালেন যে, আমরা কুরআনের বিনিময় গ্রহণ করি না। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, হাদিস: ৭৭৩৯)
-আলমুহীতুল বুরহানী ১১/৩৪৪; ফাতাওয়া খালীলিয়া পৃ. ১২২; মাজমুআতু রাসাইলি ইবনি আবিদীন ১/১৬৭; ইমদাদুল ফাতাওয়া ১/৩১৫-৩২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم