প্রশ্ন
মুসাফির ব্যক্তি যদি মুকীম ইমামের পিছনে মাসবুক হয় তবে সে দুই রাকাত পেলে কি আরো দুই রাকাত একাকী পড়বে, নাকি দইু রাকাতেই নামায শেষ করবে? আর যদি এক রাকাত পায় তাহলে কয় রাকাত পড়বে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুসাফির ব্যক্তি মুকীম ইমামের পিছনে ইক্তেদা করলে চার রাকাত পড়া জরুরি হয়ে যায়। তাই মুকীম ইমামের পেছনে মাসবুক হলেও তাকে চার রাকাতই পড়তে হবে।
আবু মিজলায (রাহ.) বলেন,
قلت لابن عمر : ادركت ركعة من صلاة المقيمين وأنا مسافر؟ قال : صل بصلاتهم.
আমি আবদুল্লাহ ইবনে উমর (রা.)-কে জিজ্ঞাসা করলাম, মুসাফির অবস্থায় যদি আমি মুকীমের পেছনে এক রাকাত পাই তাহলে করণীয় কী?
জবাবে তিনি বললেন, মুকীমের মতো (পুরা) নামায পড়বে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৩৮৭৫; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৪৩৮১; কিতাবুল আছল ১/২৫৬; বাদায়েউস সনায়ে ১/২৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم