প্রশ্ন
আমরা ২০ জন সদস্য মিলে একটি সমিতি করেছি। আমরা প্রত্যেক সদস্য এখানে এককালীন ১৫০০/- টাকা করে জমা করেছি। আমাদের পুঁজি হয়েছে ৩০,০০০/- টাকা। এক বছর যাবৎ আমরা এই টাকা ব্যবসায় বিনিয়োগ করেছি। এক বছরে আমাদের লাভ হয়েছে ১২০০/- টাকা। কিন্তু আমরা এ টাকার যাকাত পরিশোধ করিনি। এখন আমাদের জানার বিষয় হল, আমাদেরকে কি উক্ত টাকার যাকাত পরিশোধ করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সমিতির উপর যাকাত ফরয হয় না। যাকাত ফরয হয় ব্যক্তির উপর। তাই সমিতির সদস্যদের মধ্যে যার সমিতিতে জমাকৃত অর্থসহ অন্যান্য যাকাতযোগ্য সম্পদ মিলে নেসাব পরিমাণ হবে তার উপর যাকাত ফরয হবে।
-বাদায়েউস সানায়ে ২/১২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮১; আদ্দুররুল মুখতার ২/৩০৪; মাজমাউল আনহুর ১/২৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم