প্রশ্ন
স্বামী মারা গেলে কি স্ত্রী তার গহনা সাথে সাথে খুলে ফেলবে? এ ব্যাপারে শরীয়তের বিধান কি? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর ইদ্দতকালীন সময় (চার মাস দশ দিন। আর স্ত্রী অন্তঃসত্ত্বা হলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত) সব ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকা ওয়াজিব।
সহিহ বুখারিতে উম্মে হাবিবা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন-
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَلَى الْمِنْبَرِ ” لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ تُحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ”
আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য তার স্বামী ব্যতীত অন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি সময় হিদাদ ( শোক পালন করা ও সাজসজ্জা থেকে বিরত থাকা) বৈধ নয়। তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন হিদাদ পালন করবে। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৩৪)
উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা.) বলেন- যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমন্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খিযাব ও সুরমা ব্যবহার না করে। ( সুনানে আবু দাউদ, হাদিস: ২২৯৮)
আল্লামা কুরতুবী (রাহ.) তার বিখ্যাত তাফসীরগ্রন্থ আলজামে লিআহকামিল কুরআনে ইদ্দত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায় লেখেন, হিদাদ পালনের অর্থ হলো, মহিলা তার ইদ্দতকালীন সুগন্ধি, সুরমা, মেহিদি, অলঙ্কারসহ পোশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে। (আলজামে লিআহকামিল কুরআন, কুরতুবী ৩/১১৮)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم