প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাশুড়ী বউয়ের নামে ছেলের কাছে সবসময় গিবত করে। উনার এই কাজ কি এটা ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কারো জন্যই গীবত করা জায়েজ নয়। বরং তা যে কারো জন্যই সম্পূর্ণরূপে হারাম। শাশুড়ি যেভাবে পুত্রবধূর নামে গীবত করা ঠিক নয়, ঠিক তেমনিভাবে পুত্রবধূকেও শাশুড়ির প্রতি আদব-সম্মান বজায় রাখা জরুরি এবং পুত্রবধূর জন্যেও শাশুড়ির গীবত করা জায়েজ হবে না।
একবার রাসূলুল্লাহ (সা.) দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি বললেন,
إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبيرٍ ! بَلَى إِنَّهُ كَبِيرٌ : أَمَّا أَحَدُهُمَا، فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ
ঐ দুই কবর-বাসীর আযাব হচ্ছে। অবশ্য ওদেরকে কোন বড় ধরনের অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না। [তারপর বললেন,] হ্যাঁ, অপরাধ তো বড়ই ছিল। ওদের একজন চুগলী করে বেড়াত। আর অপরজন পেশাবের ছিটা থেকে বাঁচত না।(সহিহ বুখারি, হাদিস: ২১৬, ২১৮; সহিহ মুসলিম, হাদিস: ২৯২)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم