প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলারা কি আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে? এ ব্যাপারে শরিয়তের বিধান কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আতর বা সুগন্ধি ব্যবহার করাও নারীদের সাজসজ্জার অন্তর্ভূক্ত। নারীরা ঘরে নিজের পরিবারের মধ্যে, যেখানে মাহারাম থাকবে, সেখানে আতর বা সুগন্ধি ব্যবহার করতে পারবে। কিন্তু এটা ব্যবহার করে বের হওয়া তাঁর জন্য জায়েজ নেই।
কেননা, আল্লাহ তাআলা বলেছেন-
وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ
তারা যেন তাদের সজ্জা প্রকাশ না করে। (সূরা আন-নূর, আয়াত: ৩১)
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
যে নারী সুগন্ধি মেখে (পুরুষ) জনসমষ্টির পাশ দিয়ে গমন করে যাতে করে তার সুগন্ধি তাদের নাকে লাগে সে নারী ব্যভিচারী। (সুনানে নাসায়ী, হাদিস: ৫১২৬; মুসনাদে আহমাদ, হাদিস: ১৮৯১৬)
আসকালনী (রহ.) বলেন, এই নিষেধাজ্ঞার কারণ সুস্পষ্ট। যেহেতু সুগন্ধি যৌন কামনাকে চাঙ্গা করে তোলে। (ফাতহুল বারী: ২/২৭৯)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم