প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ;জানার বিষয় হলো, দুই বোন কি একসাথে এক বিছানায় ঘুমাতে পাবে? ইসলাম এ সম্পর্কে কি বলে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক মহিলা আরেক মহিলার সাথে একই বিছানায় একই কাঁথা বা কাপড়ের নীচে ঘুমানো নাজায়েয। তবে যদি উভয়ের সতর ঢাকা থাকে এবং একজনের সতর আরেকজনের শরীরের সঙ্গে লেগে যাওয়ার ভয় না থাকে, সর্বোপরি যদি ফিতনার আশংকা না থাকে তাহলে দুই মহিলা একই বিছানায় এক সঙ্গে ঘুমাতে পারে।
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন-
لا يَنْظُرُ الرَّجُلُ إلى عَوْرَةِ الرَّجُلِ، ولا المَرْأَةُ إلى عَوْرَةِ المَرْأَةِ، ولا يُفْضِي الرَّجُلُ إلى الرَّجُلِ في ثَوْبٍ واحِدٍ، ولا تُفْضِي المَرْأَةُ إلى المَرْأَةِ في الثَّوْبِ الواحِدِ
কোনো পুরুষ অপর পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না এবং কোনো মহিলা অপর মহিলার লজ্জাস্থানের দিকে তাকাবে না; কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নীচে ঘুমাবে না এবং কোনো মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নীচে ঘুমাবে না। (সহীহ মুসলিম ৩৩৮)
উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনুল মালিক রহ. বলেন,
أي لا تصل بشرة أحدهما إلى بشرة الآخر في ثوب واحد في المضجع لخوف ظهور فاحشة بينهما
একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে বিছানায় এক কাপড়ের নীচে লাগতে পারবে না। কেননা, এতে উভয়ের মাঝে কুকর্ম সংঘটিত হওয়ার ভয় আছে। (মিরকাত ৬/২৫২)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم