প্রশ্ন
আমি আমার বিবাহের জন্য পাত্রী দেখতে যাই। কিন্তু লজ্জায় তাকে ভালভাবে দেখতে পারিনি। এখন আমি আবার তাকে দেখতে চাচ্ছি। তো দ্বিতীয় বার তাকে দেখা কি আমার জন্য জায়েয হবে?
উত্তর
শরীয়তের বিধান মেনে পাত্রীকে একাধিক বার দেখা জায়েয আছে। এতে কোনো সমস্যা নেই। কেননা বিয়ের আগে পাত্রীকে ভালভাবে দেখে নেওয়ার ব্যাপারে হাদিসে তাকিদ দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে, মুগিরা বিন শু’বা থেকে বর্ণিত-
عن المغيرة بن شعبة قال: خطبت امرأة، فقال لي رسول الله صلى الله عليه وسلم: أنظرت إليها؟ قلت: لا، فقال: انظر إليها فإنه أحرى أن يؤدم بينكما.
হযরত মুগিরা বিন শু’বা (রা.) বলেন: আমি জনৈক মহিলাকে বিবাহের প্রস্তাব দেই। তখন রাসূল (সা.) আমাকে জিজ্ঞাসা করলেন: তুমি কি তাকে দেখেছ? আমি বললাম: না। তখন রাসূল (সা.) বললেন: তাকে ভালভাবে দেখে নাও। কারণ এ দেখা তোমাদের মাঝে আগ্রহ তৈরীর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করবে। [সহিহ মুসলিম, হাদিস: ১৪২] [মুসনাদে আহমাদ, হাদিস: ১৮১৭৯] ফাতাওয়া শামী ৬/ ৩৭০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم