প্রশ্ন
জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে যে, তার সকল সম্পদ তার সন্তানদেরকে দিতে হবে। অথচ তার স্ত্রী, পিতা ও মাতা এখনো জীবিত, যারা তার ওয়ারিস। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তার ওসিয়ত কার্যকর করা হবে নাকি ওয়ারিস সবাই সম্পদ পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওয়ারিসের জন্য ওসিয়ত করলে তা গ্রহণযোগ্য হয় না। হাদিস শরিফে এসেছে,
‘ওয়ারিশের জন্য ওসিয়তের বিধান নেই।’ [জামে তিরমিযি, হাদিস: ২০২২]
আরেক হাদিসে এসেছে, আবু উমামা বাহিলী (রা.) বলেন, বিদায় হজ্বের ভাষণে আমি রাসূলুল্লাহ (সা.)কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়েছেন। অতএব ওয়ারিশের জন্য ওসিয়ত করা যাবে না। [জামে তিরমিযি, হাদিস: ২১২৬; মুসনাদে আহমদ ৪/১৮৬]
কাজেই উক্ত ব্যক্তির ওসিয়ত কার্যকর হবে না। বরং শরিয়ত মোতাবেক তার সম্পদ বণ্টন হবে। তবে তার স্ত্রী, পিতা ও মাতা যদি তাদের হক ছেড়ে দিতে চায় তাহলে সেটা করার সুযোগ তাদের রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم