প্রশ্ন
একদিন আমি দরজার চৌকাঠে হোঁচট খেয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে প্রচণ্ড ব্যথা পাই। এর কয়েকদিন পর খেয়াল করলাম আঙ্গুলটির নখের নিচে রক্ত জমে গেছে এবং নখটি মরে গেছে। এমতাবস্থায় আমি হজ্বে চলে যাই। সেখানে গিয়ে দেখি, মরা নখটি আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঐ অবস্থায় চলা-ফেরা কষ্ট হাওয়ার কারণে ইহরাম অবস্থায় আমি নখটি কেটে ফেলে দিই। তো ইহরাম অবস্থায় নখটি কেটে ফেলে দেওয়ার কারণে আমার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, ইহরাম অবস্থায় মরা নখটি কেটে ফেলায় আপনার ওপর কোনো জরিমানা ওয়াজিব হয়নি। কেননা ইহরাম অবস্থায় ভালো নখ কাটা নিষেধ। ভেঙে যাওয়া নখ কাটা নিষেধ নয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন-
إذَا انْكَسَرَ ظُفْرُ الْمُحْرِمِ فَلْيَقُصَّه.
ইহরাম অবস্থায় কারো নখ ভেঙে গেলে সে তা কেটে ফেলতে পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৯০৩)
-আলমাবসূত, সারাখসী ৪/৭৮; ফাতাওয়া খানিয়া ১/২৮৯; আননাহরুল ফায়েক ২/১২১; আলমুহীতুর রাযাবী ২/২৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم