প্রশ্ন
মৃত ব্যক্তিকে গোসল ও কাফনের পূর্বে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দেওয়া হবে, নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসআলা জানালে কৃতজ্ঞ হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মৃত্যুর পর মায়্যিতের আপাদমস্তক চাদর বা কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া মুস্তাহাব।
হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ.
রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর ইয়ামানী একটি চাদর দ্বারা তাঁকে আবৃত করা হয়। (সহিহ বুখারি, হাদিস ৫৮১৪)
-শরহু মুসলিম, নববী ৭/১০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩০৮; আযযিয়াউল মা‘নাবী ২/৪৬৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭; হালবাতুল মুজাল্লী ২/৫৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم