প্রশ্ন
কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে বললো, কেউ যদি কোনো শহরে গমন করে তাহলে সেখানকার পেঁয়াজ খেলে তার আর রোগ বালাই হয় না। আমি উক্ত কথার দলিল চাইলে সে বলল, এক হাদিসে এমনটি বলা আছে। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এমন কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে একটি জাল হাদিসে এ জাতীয় কিছু কথা পাওয়া যায়। আল্লামা আজুলুনী (রহ.) তার কিতাব কাশফুল খফাতে উক্ত রেওয়ায়েত উল্লেখ করার পর লিখেন,
لم أره إلا في رسالة مجهولة الاسم والمؤلف وذكره فيها مرفوعا للنبي صلى الله عليه وسلم من غير عزو
আমি উক্ত রেওয়ায়েত শুধুমাত্র অপরিচিত এক কিতাবে পেয়েছি। যার লেখকও অপ্রসিদ্ধ। উক্ত কিতাবে তা মারফু হিসেবে সনদ ছাড়া উল্লেখ করা হয়েছে। [কাশফুল খফা ১/৮৮, বর্ণনা: ২২৮]
কাজেই যেটা হাদিস নয় তা হাদিস বলে প্রচার করা কোনোভাবেই বৈধ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم