প্রশ্ন
কিছুদিন আগে এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। সেখানের মুসল্লীরা ‘ক্বাদ ক্বামাতিস সালাহ’ বলার সময় নামাজের জন্য দাঁড়ায়। এর আগ পর্যন্ত বসে থাকে। কিন্তু আমি একামত শুরু হওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে গিয়েছিলাম। জানতে চাচ্ছি, আমার কাজটি কি ঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইকামত শুরু হওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে কাতার সোজা করা সুন্নাহ সম্মত। রাসূল (সা.), সাহাবায়ে কেরাম ও তাবে-তাবেয়ীনদের আমল দ্বারা এমনটিই বোঝা যায়। হাদিস শরিফে এসেছে,
عن أبي هُرَيْرَةَ، يَقُولُ أُقِيمَتِ الصَّلاَةُ فَقُمْنَا فَعَدَّلْنَا الصُّفُوفَ قَبْلَ أَنْ يَخْرُجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
‘আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা সালাতের ইকামত দেওয়া হয়। তখন আমরা দাঁড়িয়ে গেলাম এবং রাসূল (সা.) আমাদের সামনে বের হয়ে আসার আগে আমরা কাতার গুলো সোজা করে নিলাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১২৪৪]
সহিহ বুখারির অন্যতম ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারীতে আল্লামা আইনী (রহ.) লিখেন,
عَن سعيد بن الْمسيب وَعمر بن عبد الْعَزِيز: إِذا قَالَ الْمُؤَذّن: الله إكبر، وَجب الْقيام، وَإِذا قَالَ: حَيّ على الصَّلَاة، اعتدلت الصُّفُوف، وَإِذا قَالَ: لَا إِلَه إِلَّا الله، كبر الإِمَام
‘সাইদ ইবনুল মুসাইয়্যিব (রহ.) এবং উমর বিন আব্দুল আজীজ (রহ.) থেকে বর্ণিত, তারা বলেন, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলবেন তখন দাঁড়িয়ে যাওয়া আবশ্যক। আর যখন হাইয়া আলাস সালাহ বলবেন তখন কাতার সোজা হয়ে যাবে। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন ইমাম সাহেব তাকবীর বলবেন।’ [উমদাতুল কারী ৫/১৫৩]
তবে বিভিন্ন কিতাবে ‘ক্বাদ ক্বামাতিস সালাহ’ বলার সময় দাঁড়ানোর সম্পর্কেও বক্তব্য পাওয়া যায়। সে হিসেবে উলামায়ে কেরাম বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হল, দাঁড়ানোর শেষ সীমা হল ‘ক্বাদ ক্বামাতিস সালাহ’ বলা পর্যন্ত। এরপর আর বসে থাকা যাবে না। বরং এর আগেই দাঁড়িয়ে কাতার সোজা করতে হবে।
কাজেই আপনার কাজটি সুন্নাহ সম্মতই হয়েছে।
তাহতাওয়ী আলাদদুর ১/১৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم