প্রশ্ন
নামাজরত অবস্থায় কারো যদি হাঁচি আসে তাহলে সেকি আলহামদুলিল্লাহ বলতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হানাফী মাযহাব মতে নামজরত অবস্থায় হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলা উচিৎ নয়। কারণ এটি খুশুখুজুর পরিপন্থী।
তবে কেউ যদি হাঁচি জবাবে আলহামদুলিল্লাহ বলে ফেলে তাহলে এ কারণে তার নামাজের কোনো ক্ষতি হবে না।
শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯; ফাতাওয়া খানিয়া ১/১৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم