প্রশ্ন
শুনেছি, হাশরের ময়দানে সকল নাবিও উলঙ্গ থাকবে। বিষয়টি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাশরের ময়দানে সকল নাবি উলঙ্গ থাকবে না। বরং কবর থেকে উত্থিত হওয়ার সময় সকলে উলঙ্গ থাকবে। এরপর সর্বপ্রথম ইবরাহিম (আ.), অতঃপর মুহাম্মাদ (সা.) এবং পর্যায়ক্রমে সকল নাবি, ওলী-আওলিয়াগণকে কাপড় পরানো হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
أول من يكسى إبراهيم يقول الله عز و جل : اكسوا خليلي ريطين بيضاوين من رياط الجنة ثم أكسي على أثره
‘সর্বপ্রথম ইবরাহিম আ.কে কাপড় পরানো হবে।… এরপর আমাকে কাপড় পরানো হবে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৩৩৮৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم