প্রশ্ন
ব্যাংকে টাকা রাখার দ্বারা যে সুদ হয়, তা সওয়াবের নিয়ত ব্যতিরেকে কোন ফকির বা মিসকিনকে দেয়া যাবে কিনা? যদি দেয়া না যায় তাহলে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদী ব্যাংকে একাউন্ট খোলাই সুদী চুক্তিতে আবদ্ধ হওয়ার নামান্তর। আর সুদ যে কত ভয়াবহ রকমের গুনাহ তা তো সকলেই অবগত। হাদিস শরিফে এসেছে, হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূল (সা.) সুদ গ্রহীতা, দাতা ও সুদী কারবারের লেখক এবং সুদী লেনদেনের সাক্ষী- সবার ওপর লানত করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪১৩৮]
তাই সুদী ব্যাংকে কোনো একাউন্ট খুলে ফেলল দ্রুত তা বন্ধ করে দিতে হবে। আর একাউন্টে সুদের যে অর্থ জমা হয়েছে, এ ব্যাপারে উলাময়ে কেরামের অগ্রগণ্য মত হলো, এই সুদটা উঠিয়ে ফেলতে হবে এবং সওয়াবের নিয়ত ছাড়া তা সদকা করে দিতে হবে। সে হিসেবে সুদের অর্থগুলো কোনো ফকির বা মিসকীনকে দিয়ে দেওয়ার অবকাশ রয়েছে।
বাদায়েউস সানায়ে ৬/৮৫, ফাতাওয়া আলমগিরী ৪/২৮৭)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم