প্রশ্ন
আমার একটি লাইব্রেরী আছে। কয়েকদিন আগে আমার পরিচিত একজন প্রস্তাব দিলেন, তার দুটি কম্পিউটার এবং একটি প্রিন্টার আছে। এগুলো নিয়ে তিনি আমার দোকানে বসবেন। কম্পোজ, প্রিন্ট এবং এজাতীয় কাজ করবেন। সুযোগমত আমিও তার সাথে কাজ করব। আর এ বাবদ যা উপার্জন হবে তা উভয়ে সমানভাবে বা চুক্তি অনুযায়ী কিছুটা কম-বেশি হারে বণ্টন করে নেব। দোকান ভাড়া আমার দায়িত্বেই থাকবে। জানতে চাই, আমাদের এভাবে চুক্তি করা শরীয়তের দৃষ্টিতে সহিহ আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে তার কাজে আপনিও যদি সহযোগিতা করেন যেমন, আপনিও কম্পিউটারের কিছু কাজ করলেন বা পরিচালনা করলেন তবে এ থেকে প্রাপ্ত নীট মুনাফা আপনারা পরস্পর পূর্ব নির্ধারিত হারে বণ্টন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের দুজনের কাজের পরিমাণ সমান না হলেও ক্ষতি নেই। কিন্তু আপনি যদি তার সাথে কোনো কাজ না করেন; তাকে কেবল দোকানে বসার সুযোগ দিয়ে থাকেন তাহলে তার আয়-ইনকামে আপনি শরীক হবেন না। বরং সে দোকান ব্যবহারের জন্য আপনাকে শুধু ভাড়া পরিশোধ করবে। এ ভাড়ার পরিমাণ উভয়ে আলোচনা করে ঠিক করে নিবেন।
-আলমাবসূত, সারাখসী ১১/১৫৫; বাদায়েউস সনায়ে ৫/৮৬; ফাতাওয়া বায্যাযিয়া ৬/২২৮; আলবাহরুর রায়েক ৫/১৮১; ফাতাওয়া খানিয়া ৩/৬২৪; শরহুল মাজাল্লাহ ৪/৩১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم