প্রশ্ন
অনেকেই হাতে বা পায়ে উলকি অংকন করায়। অনেক নারীকেও এগুলো অংকন করাতে দেখা যায়। তাই জানতে চাচ্ছি, নারী-পুরুষের জন্য উলকি অংকনের বিধান কী? দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নারী-পুরুষ কারো জন্যই শরীরে উলকি অংকন করানো জায়েয নেই। এটা বিজাতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এ ধরনের কাজ থেকে নিষেধ করা হয়েছে।
-সহিহ বুখারি, হাদিস: ৫৯৪৪, ৫৯৩৭; ফাতহুল বারী ০/৩৮৫; কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ ২/৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم