প্রশ্ন
টুপি কি সবসময় পড়ে থাকা জরুরী? আমি সাধারণত বাইরে গেলে সবসময় মাথায় টুপি রাখি আলহামদুলিল্লাহ। কিন্তু বাসায় রুমে আসলে টুপি খুলে রাখি। এটি কি সুন্নতের খেলাফ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
টুপি ইসলামী পোশাকের মধ্যে একটি পোশাক। বাহিরে বের হওয়ার সময় পোশাক পরে সেজেগুজে বের হওয়া সুন্নত সেই হিসেবে বাহিরে বের হওয়ার সময় মাথায় টুপি দিয়ে মাথা থেকে বের হওয়া সুন্নত। ঘরে থাকা অবস্থায় পোশাক-আশাক পূর্ণাঙ্গরূপে রাখা সবসময় সম্ভব নয়। বরং এখানে যেভাবে থাকতে আরাম বোধ হয়, স্বাচ্ছন্দ বোধ হয় সেভাবেই থাকা হয়।
কুরআনের সূরা নূরের একটি আয়াত এ দিকে ইঙ্গিত করে।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لِیَسۡتَاۡذِنۡکُمُ الَّذِیۡنَ مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ وَالَّذِیۡنَ لَمۡ یَبۡلُغُوا الۡحُلُمَ مِنۡکُمۡ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنۡ قَبۡلِ صَلٰوۃِ الۡفَجۡرِ وَحِیۡنَ تَضَعُوۡنَ ثِیَابَکُمۡ مِّنَ الظَّہِیۡرَۃِ وَمِنۡۢ بَعۡدِ صَلٰوۃِ الۡعِشَآءِ ۟ؕ ثَلٰثُ عَوۡرٰتٍ لَّکُمۡ ؕ لَیۡسَ عَلَیۡکُمۡ وَلَا عَلَیۡہِمۡ جُنَاحٌۢ بَعۡدَہُنَّ ؕ طَوّٰفُوۡنَ عَلَیۡکُمۡ بَعۡضُکُمۡ عَلٰی بَعۡضٍ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ
হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর। এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।( সূরা আন নূর, আয়াত: ৫৮)
হাদিসে এমনটি ইঙ্গিত রয়েছে যে, ঘরে থাকা অবস্থায় ফরজ সতর ঢেকে বাকি অতিরিক্ত কাপড় খুলে রাখতে হয়। উক্ত আয়াত ও হাদিসের আলোকে ঘরে থাকা অবস্থায় টুপি খুলে রাখলে সুন্নতের খেলাফ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم