প্রশ্ন
মাওলানা শব্দের অর্থ কী? আমাদের দেশে আলেমদেরকে সাধারণত মাওলানা বলে সম্বোধন করা হয়। আমি জানতে চাচ্ছি, কাউকে মাওলানা বলে সম্বোথন করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মাওলানা শব্দের মূল অর্থ হলো: মনীব, নেতা ইত্যাদি। অনেক শব্দেরই একটি মূল অর্থ থাকে। আরেকটি তার ব্যবহারিক অর্থ থাকে। যেটাকে উরফ বলা হয়। আমাদের সমাজে মাওলানা’ বলতে যারা দাওরায়ে হাদিস পাশ বা কামেল পাশ করেছেন তাদেরকে বলা হয়ে থাকে। এমন আলেম উলামাগণকে ‘মাওলানা’ বলাতে কোন সমস্যা নেই।
কুরআনে কারীমে সূরা নাহলের ৭৬ নং আয়াতে মনীব বা মালিককে ‘মাওলা’ বলে সম্বোধন করা হয়েছে।
এছাড়া রাসূল (সা.) হযরত যায়েদ বিন হারেসা (রা.) কে বলেছেন-انت اخونا ومولانا অর্থাৎ “তুমি আমার ভাই এবং মাওলানা” (সহিহ বুখারি, হাদিস: ২৬৯৯)
রাসূল (সা.) গোলামদের শিখিয়েছেন যেন গোলামরা তার মনীবকে বলে-“সাইয়্যিদী ওয়া মাওলায়ী”। (সুনানে আবূ দাউদ, হাদিস: ৪৯৭৬)
ইমাম হাসান (রাহ.) কে মানুষ মাওলানা হাসান বসরী বলে ডাকতো (তাহযীবুত তাহযীব ২/২৬৩; আল বিদায়া ওয়ান নিহায়া ৯/২৬৬; সিয়ারু আ’লামিন নুবালা ৪/৫৭৩)
সুতরাং উলামায়ে কেরামগণকে সম্মানসূচক ‘মাওলানা’ বলে ডাকতে কোন সমস্যা নেই। জায়েজ আছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم