প্রশ্ন
সূরা মুলক কি প্রতি রাতে পাঠ করা সুন্নত? নাকি একবার পড়লেই সুন্নত আদায় হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সূরা মুলক প্রতি রাতে পাঠ করা সুন্নত। হাদিস শরিফে এসেছে,
عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ : (الم * تَنْزِيلُ ) وَ ( تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ )
‘জাবির (রা.) হতে বর্ণিত আছে যে, রাসূল (সা.) সূরা আলিফ লাম-মীম তানযীল ও সূরা ‘তাবারাকাল্লায়ী বিয়াদিহিল মুলক’ না পাঠ করে ঘুমাতেন না।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৮৯২]
হাদিস থেকেও বুঝা যাচ্ছে যে, রাসূল (সা.) সর্বদা সূরা মুলক পাঠ করতেন। এ কারণে প্রতি রাতে সূরা মুলক পাঠ করা সুন্নত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم