প্রশ্ন
এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.) কখনো একই সফরে একাধি উমরা করেননি। তাই একই সফরে একাধিক উমরা করা নাজায়েয। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত ব্যক্তির কথা সঠিক নয়। বরং একই সফরে একাধিক উমরা করা শরিয়ত সম্মত। হাদিস শরিফে রাসূল (সা.) বারবার উমরা করার প্রতি উৎসাহ প্রদান করে বলেছেন,
الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا
‘এক উমরার পর আর এক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা।’ [সহিহ বুখারি, হাদিস: ১৭৭৩]
উক্ত হাদিসে উমরার কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে, একই সফরে একাধিক উমরা করা যাবে না। এমনকি খোদ রাসূল (সা.) আয়েশা (রা.)-কে একাধিক উমরা অনুমতি প্রদান করেছিলেন।
তাছাড়া অধিকাংশ উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, একই সফরে একাধিক উমরা করা যাবে।
সুতরাং একই সফরে একাধিক উমরা করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।
সহিহ বুখারি, হাদিস: ১৫৬১; উমদাতুল কারী ৯/১৯৭; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ১৩০১৭; মুসনাদুশ শাফেয়ী, পৃ. ১১৩; আল ইসতিজকার ৪/১১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم