প্রশ্ন
ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুক্তাদীর রুকু সেজদার তাকবীর বলতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় মুক্তাদীর রুকু সেজদার তাকবীর বলা সুন্নত। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا، وَإِذَا قَالَ: {وَلَا الضَّالِّينَ}، فَقُولُوا: آمِينَ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ،
‘ইমাম এজন্যই নিযুক্ত হয়ে থাকে যাতে তার অনুসরণ করা হয়। অতএব যখন সে তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো এবং যখন সে কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো। আর যখন ওয়ালাদদোয়াল্লীন বলবে তখন তোমরা আমীন বলো। যখন সে রুকু করবে তখন তোমরাও রুকু করো। যখন সে সামিআল্লাহুলিমান হামিদা বলবে তখন তোমরা রাব্বানা ওয়ালাকাল হামদ বলবে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ৮৮৮৯]
তবে কোনো মুক্তাদী যদি তাকবীরগুলো না বলে তাহলেও নামাজে কোনো সমস্যা নেই। তবে তাকবীরে তাহরীমা বলা ফরজ। মুক্তাদী যদি তাকবীরে তাহরীমা না বলে তাহলে তার নামাজ হবে না।
হাশিয়াতুত তাহাবী আলাল মারাকী, পৃ. ২৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم