প্রশ্ন
আমাদের এলাকায় এনজিও কর্তৃক পরিচালিত একটি প্রাথমিক স্কুল আছে। সেখানে শিক্ষকতা করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হালাল ও বৈধ কাজে অপরকে সহযোগিতা করা বৈধ। আর অবৈধ ও হারাম কাজে অপরকে সহযোগিতা করা বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
কাজেই উক্ত এনজিও সংস্থা যদি উক্ত স্কুল পরিচালনার মাধ্যমে শরিয়ত বিরোধী কোনো কাজে জড়িত না থাকে এবং তার অধীনে চাকরির দ্বারা ঈমান ও আমলের কোনো ক্ষতির আশংকা না থাকে তাহলে সেই এনজিও কর্তৃক পরিচালিত স্কুলে চাকরি করা যাবে। কিন্তু তারা যদি শরিয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত থাকে বা তাদের অধীনে চাকরি করলে ঈমান ও আমলের ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে তাদের পরিচালিত স্কুলে চাকরি করা বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم