প্রশ্ন
আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, আশুরার দিন পরিবারে ভালো খাবারের আয়োজন করলে সারা বছর আল্লাহ তাআলা তার পরিবারে সচ্ছলতা দান করবেন। জানতে চাচ্ছি, এ দিন ভালো খাবারের আয়োজন করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
একটি যয়ীফ হাদিসে এসেছে যে, আশুরার দিন পরিবারে ভালো খাবারের আয়োজন করলে আল্লাহ তাআলা সারা বছর সচ্ছলতা দান করবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ فِي سَائِرِ سَنَتِهِ
‘যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের মাঝে সচ্ছলতা দেখাবে (ভালো খাবারের আয়োজন করবে) আল্লাহ তাআলা সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন।’ [শুআবুল ঈমান, হাদিস: ৩৫১৩]
তবে ফাজায়েলের ক্ষেত্রে যয়ীফ হাদিস গ্রহণযোগ্য। উলামায়ে কেরামগণ এমনটিই বলেছেন। কাজেই এই হাদিসের উপর আমল করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। তবে এই বিষয়টিকে জরুরি মনে করা যাবে না।
আল আজকার ৭-৮; রদ্দুল মুহতার ২/৪১৯; হাশিয়াতুস সাওয়ী ১/৬৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم