প্রশ্ন
এক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক প্রদান করেছেন। তার স্ত্রীর ইদ্দত চলছে। এখন আবার সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। এ ক্ষেত্রে তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাকে রজয়ী প্রদান করার পর স্বামী যদি ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তাহলে তার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দুজন পুরুষ কিংবা একজন পুরুষ ও দুই জন নারীকে সাক্ষী রেখে স্বামী তার স্ত্রীকে বলবে: ‘আমি তোমাকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করলাম’ অথবা বলবে: ‘আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম’।
অবশ্য এ ক্ষেত্রে সাক্ষী রাখাটা জরুরি নয়। তবে সাক্ষী রেখে দেওয়া ভালো, যেন পরবর্তীতে স্ত্রী তা অস্বীকার করতে না পারে কিংবা তালাক দেওয়ার পরও স্বামী-স্ত্রী একসাথে বসবাসের কারণে অন্যান্য মানুষ মন্দ ধারণা করতে না পারে।
স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার উপরিউক্ত পদ্ধতির সাথে সাথে আরেকটি পদ্ধতি হল স্ত্রীর সাথে স্বামী-স্ত্রীসুলভ আচরণ করে ফেলা। ইদ্দতরত অবস্থায় স্ত্রীর সাথে এমন কোন আচরণ করলেও স্ত্রী আবার স্বামীর অধীনে চলে আসবে এবং তাদের মাঝে পূর্বের মতো বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে যাবে।
আলহিদায়াহ ২/৭, আলইনায়াহ ৫/৩৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم