প্রশ্ন
আমার চাচা একজন ব্যাংকার ছিলেন। কিছুদিন আগে তার ইন্তেকাল হয়। তার মৃত্যুর পর তার সন্তানরা মিরাছ বণ্টন করে নেয়। প্রশ্ন হল, যেহেতু চাচা ব্যাংকার ছিলেন, তাই সেই মিরাছের সম্পত্তি আমার চাচাত ভাইদের জন্য গ্রহণ করা বৈধ হয়েছে কি? যদি বৈধ না হয়ে থাকে তাহলে বর্তমানে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার চাচার সমুদয় সম্পত্তি যদি ব্যাংকে চাকরি করার মাধ্যমে অর্জিত হয় তাহলে আপনার চাচাত ভাইদের জন্য সে সম্পত্তি মিরাছ হিসেবে গ্রহণ করা বৈধ হবে না। সেক্ষেত্রে তাদের করণীয় হল, সওয়াবের নিয়ত ছাড়া মিরাছ হিসেবে প্রাপ্ত সম্পদ গরিব-দুঃখীদের মাঝে দান করে দেওয়া। সুনানে তিরমিযীর অন্যতম ব্যাখ্যাগ্রন্থ মাআরিফুস সুনানে এসেছে,
من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
‘কোনো ব্যক্তি যদি হারাম সম্পদের মালিক হয় এবং তা মালিকের কাছে ফিরিয়ে দিতে সক্ষম না হয়, তাহলে গরিবদের মাঝে তা সদকা করে দিতে হবে।’ [মাআরিফুস সুনান ১/৩৪]
কিন্তু আপনার যদি হারাম সম্পদের পাশাপাশি হালাল ও বৈধ সম্পদও থেকে থাকে তাহলে আপনার আপনার চাচাত ভাইরা মিরাছের মাধ্যমে সে সকল হালাল সম্পদের মালিক হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু হারাম সম্পদগুলো সদকা করে দিতে হবে। হালাল সম্পদগুলো সদকা করার কোনো প্রয়োজন নেই।
ফাতওয়ায়ে শামী ৭/৩০১; বজলুল মাজহুদ ১/৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم