প্রশ্ন
করোনার কারণে অনেক মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। প্রশ্ন হল, এভাবে মসজিদে নামাজ বন্ধ করে দেওয়া কতটুকু শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মহামারির কারণে মসজিদে নামাজ বন্ধ রাখার কোনো ইতিহাস খাইরুল কুরূনে পাওয়া যায় না। এটি শরিয়ত সম্মত কোনো পন্থা নয়। বরং শরিয়তের নির্দেশনা হচ্ছে, যারা সুস্থ্য তারা জামাতে শরিক হবে। আর যারা অসুস্থ্য তারা ঘরে নামাজ আদায় করবে। তারা জনসমাগম এড়িয়ে চলবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ فِي وَفْدِ ثَقِيفٍ رَجُلٌ مَجْذُومٌ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّا قَدْ بَايَعْنَاكَ فَارْجِعْ
‘আমর ইবনু শারীদ (রহ.) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, সাকীফ গোত্রীয় প্রতিনিধি দলের মাঝে একজন কুষ্ঠ রোগী ছিলেন। রাসূল (সা.) তার কাছে (সংবাদ) পাঠালেন যে, আমরা তোমাকে বায়আত করে নিয়েছি। তুমি ফিরে যাও।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৬২৮]
কাজেই যারা অসুস্থ্য বা বয়স্ক তারা জনসমাগম এড়িয়ে চলবেন। সুস্থ্যরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গমন করবেন। কোনোক্রমেই মসজিদে জামাত বন্ধ করা যাবে না।
হাশিয়াতুত তাহতাওয়ী আলা মারাকিল ফালাহ পৃ. ২৯৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم