প্রশ্ন
লোকমুখে শোনা যায়, যারা কোন দিন দাড়িতে ক্ষুর লাগায়নি তারা জান্নাতে লাইলী-মজনুর বিবাহের দাওয়াত পাবে। এটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এটি একটি ভ্রান্ত কথা। শরিয়তের এর কোন প্রমাণ নেই। তবে দাড়ি না কাটার বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ
‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর। দাড়িকে লম্বা কর। মোচকে খাট কর।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৮৯২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم