প্রশ্ন
আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে কিছুদিন আগে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বলে তুমি জান্নাতে যেতে পারবে না। তখন আমার বন্ধু জবাবে বলে আমি যদি জান্নাতে যাই তাহলে তুই তালাক। পরবর্তীতে তার রাগ প্রশমিত হলে সে চিন্তিত হয়ে পড়ে। এখন সে জানতে চাচ্ছে, এই কথার দ্বারা কি তালাক পতিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জান্নাতে যাওয়ার বিষয়টি যেহেতু ভবিষ্যতের সাথে সম্পর্কিত ও ব্যক্তির অজানা তাই তালাককে এ জাতীয় কথার সাথে যুক্ত করলে তালাক পতিত হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
وَإِذَا قَالَ الرَّجُلُ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ فَلَهُ اسْتِثْنَاؤُهُ وَلَا طَلَاقَ عَلَيْهِ
‘কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে, ইনশাআল্লাহ তুমি তালাক। তাহলে এর দ্বারা তালাক হবে না।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৩৯৮৪]
উল্লেখ্য, তালাক বিবাহ ছিন্নকারী একটি বিষয়। কাজেই তা যত্রতত্র ব্যবহার করা থেকে বিরত থাকাই কর্তব্য।
হেদায়া ৪/১৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم