প্রশ্ন
একটি ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাই। সেটি হল আবূ বকর রা. নাকি তার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছিলেন। এটি কি সঠিক ঘটনা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, উক্ত ঘটনাটি সঠিক। সাহাবায়ে কিরাম তাদের জান-মাল ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। যখন যেভাবে পারতেন দ্বীনের খেদমত করে যেতেন। এদের মধ্যেও আবু বকর (রা.) ছিলেন আপন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। তিনি যখনই সুযোগ পেতেন তখনই দ্বীনের জন্য নিজের সব কিছু উজাড় করে দিতেন। একবার রাসূল (সা.) সাহাবায়ে কিরামকে সদকা করতে বললে আবু বকর (রা.) তার ঘরে যা ছিল সব কিছু সদকা করে দেন। বিষয়টি একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটি নিম্নরূপ-
ওমর (রা.) বলেন, রাসূল (সা.) একদিন আমাদের সদকার আদেশ দিলেন। সে সময় আমার সম্পদের পরিমাণও ভালো ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি সাওয়াবের কাজে আবু বকরের চেয়ে অগ্রগামী হতে পারব।
অতএব আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম। নবীজী আমাকে বললেন, তোমার পরিবার-পরিজনের জন্য কী রেখেছ? আমি বললাম, এর সমপরিমাণ। এরপর বলেন, হযরত আবু বকর তার সমুদয় সম্পদ নিয়ে হাযির হলেন।
রাসূল (সা.) জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কী রেখে এসেছ? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর (রা.) বলেন, আমি বললাম, খোদার কসম! আমি কখনো তাঁকে অতিক্রম করতে পারব না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৩৯২১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم