প্রশ্ন
হজ্ব সংশ্লিষ্ট একটি বইয়ে পড়েছি, মীনার মসজিদে খায়ফে নাকি সত্তর জন নবি নামাজ পড়েছেন। এ কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মসজিদে খায়ফে সত্তর জন নবি নামাজ আদায় করার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
صلى في مسجد الخيف سبعون نبيا منهم موسى صلى الله عليه وسلم
‘মসজিদে খায়ফে সত্তর জন নবি নামাজ পড়েছেন। এর মধ্যে মূসা (আ.)-ও ছিলেন।’
আলমুজামুল আওসাত, হাদিস: ৫৪০৩; মাজমাউয যাওয়ায়েদ ৩/৬৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم