প্রশ্ন
আমার কিছুদিন আগে একটি বাচ্চা হয়। বর্তমানে আমার শরীর খুব দুর্বল। ডাক্তার আমাকে এখন আবার সন্তান গ্রহণ করতে নিষেধ করেছেন। তাই আমি চাচ্ছি সাময়িক জন্মনিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে। প্রশ্ন হলো, এ ক্ষেত্রে কোন পদ্ধতি অবলম্বন করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় জন্মনিয়ন্ত্রণ বৈধ নয়। তবে বেশি প্রয়োজন দেখা দিলে জন্মনিয়ন্ত্রণের কয়েকটি পদ্ধতির মাঝে শুধু একটি পদ্ধতি গ্রহণ করার অনুমোদন শরিয়ত দিয়েছে। তা হলো, অস্থায়ী পদ্ধতি, যা অবলম্বনের কারণে স্বামী বা স্ত্রী কেউই প্রজনন ক্ষমতাহীন হয় না। যেমন, যোনীর বাহিরে বীর্যপাত ঘটানো, কনডম ব্যবহার করা, পিল খাওয়া, ইঞ্জেকশন নেওয়া, সাময়িক জরায়ুর মুখ বন্ধ রাখা ইত্যাদি।
হাদিস শরিফে এসেছে,
عن جابر قال كنا نعزل على عهد النبي ﷺ
‘হযরত জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (সা.)-এর যুগে আযল (যা জন্মনিয়ন্ত্রণের একটা পুরনো ও অস্থায়ী পদ্ধতি) করতাম।’[সহিহ বুখারি ২/৭৮৪]
সুতরাং, আপনি যেহেতু শারীরিকভাবে দুর্বল, তাই ডাক্তারের পরামর্শে উক্ত পদ্ধতি অবলম্বন করতে পারেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم