প্রশ্ন
পাগড়ি বেঁধে নামায আদায় করলে ১ রাকাতে সত্তর রাকাতের সওয়াব পাওয়া যায়- এটি কি হাদিস? অনেকে পাগড়ির ফজিলত প্রকাশ করার জন্য উক্ত হাদিসটি বলে থাকে। তাই রেফারেন্সসহ জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাগড়ি বেঁধে নামায আদায় করলে ১ রাকাতে সত্তর রাকাতের সওয়াব পাওয়া যায়- এই বর্ণনাটি সহিহ নয়। মুহাদ্দিসগণ বর্ণনাটিকে ভিত্তিহীন বলেছেন।
ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) বলেন: এটি একটি মিথ্যা ও বাতিল কথা। [শরহু জামেউত তিরমিযী, ইবনে রজব (রহ.) ২/৮৩১]
ইমাম সাখাবী (রহ.) বলেছেন: এ হাদিসটি প্রমাণিত নয়। [আলমাকাসিদুল হাসানাহ ৩৪৬]
তাই উক্ত বর্ণনাটি হাদিস নয়।
উল্লেখ্য, পাগড়ি রাসূল (সা.) এর সুন্নত। রাসূল (সা.) সাধারণত যে সকল পোশাক পরতেন তন্মধ্যে পাগড়ি ছিল অন্যতম। বিভিন্ন সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত। তাই পাগড়ির ফজিলত প্রকাশ করার জন্য এ সকল সহিহ হাদিসই যথেষ্ট। ভিত্তিহীন কথাকে হাদিস বলে চালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم