প্রশ্ন
আমি একটি হাদিসে পড়েছি, কুরআন মাজিদ সাতটি হরফে নাজিল হয়েছে। আমি এ হাদিসটির ব্যাখ্যা জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘কুরআন সাতটি হরফে অবতীর্ণ হয়েছে।’ [সুনানে নাসায়ী কুবরা, হাদিস: ৮০৯৩]
এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামের মাঝে মতপার্থক্য রয়েছে। এর মধ্যে প্রসিদ্ধ একটি ব্যাখ্যা হলো নিম্নরূপ:
أحسن الأقوال مما قيل في معناها أنها سبعة أوجه من القراءة تختلف باللفظ وقد تتفق بالمعنى واٍن اختلفت بالمعنى: فاختلافها من باب التنوع والتغاير لا من باب التضاد والتعارض
‘এ ব্যাপারে সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হলো, সাত হরফ মানে কেরাতের সাতটি বিশেষ পদ্ধতি। এই সাতটি কেরাতের মাঝে শব্দের দিক থেকে পার্থক্য থাকলেও অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই। আর অর্থের দিক থেকে যতটুকু পার্থক্য আছে তা মূলত বৈচিত্র্যের দিক থেকে, বৈপরীত্যের দিক থেকে নয়।’
কাশফু শুবুহাতি আ‘দাইস সুন্নাহ পৃ. ৫০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم