প্রশ্ন
মা-বাবা বা কারো জন্য তার কবরের কাছে গিয়ে দোয়া করা এবং দূর থেকে দোয়া করার মাঝে সাওয়াবের মধ্যে পার্থক্য আছে কি? দূর থেকে দোয়া করলে যথেষ্ট হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে কবর জিয়ারত শরিয়তসম্মত।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, ‘আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তা জিয়ারত করতে পার। কারণ কবর জিয়ারতে মৃত্যুর কথা স্মরণ হয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২৩৫]
শরীয়তের আলোকে যে কোনো নেক আমলের সওয়াব পিতা-মাতা আত্মীয়-স্বজন বা মুমিন নারী-পুরুষের রূহে পৌঁছানো যায়। কবরের পাশে গিয়ে অথবা দূর থেকে উভয় অবস্থায় পৌঁছানো যায়। সাওয়াবের মধ্যে কোনো পার্থক্য হয় না।
তবে কবরের পাশে গিয়ে জিয়ারত করার দ্বারা জিয়ারতকারী উপকৃত হয়। এর দ্বারা তার মৃত্যুর কথা ও আখেরাতের কথা স্মরণ হয়।
সুনানে আবু দাউদ ৫১৪২, ৩২৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم