প্রশ্ন
আমি একটি প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হলো, মানুষদেরকে কিস্তিতে ঋণ দিয়ে সেই টাকা কিছুটা বেশি করে আদায় করা। প্রতিষ্ঠান থেকে এ কাজের জন্য আমার বেতন হলো আট হাজার টাকা। আমি জানতে চাই, আমার জন্য এ কাজ করা বৈধ হচ্ছে কি? উল্লেখ্য, উক্ত বেতনের মাধ্যমেই আমার পরিবার চলে। এ ছাড়া আমাদের উপার্জনের আর কোনো মাধ্যম নেই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার কথা অনুযায়ী আপনি যে চাকরি করে থাকেন তা মূলত সুদ লেনদেনেরই একটি প্রকার। আর সুদ যে আল্লাহ তাআলার নিকট কত নিকৃষ্ট তা আর বলার অপেক্ষা রাখে না।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ. فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ
‘আর তোমরা যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাক। যদি তা না কর তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
তাই আপনার জন্য উক্ত চাকরি করা কিছুতেই বৈধ হবে না। এবং এই চাকরির বেতন ভোগ করাও জায়েয হবে না। আপনার জন্য জরুরি হলো, দ্রুত কোনো বৈধ উপার্জন খুঁজে বের করা এবং আল্লাহর কাছে তাওবা-ইস্তিগফার জারি রাখা।
মনে রাখবেন, আল্লাহর বিধান পালনের জন্য যদি কেউ চেষ্টা করে এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই পথ খুলে দেন।
সহিহ বুখারি ১/২৮০; সুনানে আবু দাউদ ২/১১৭; আলবাহরুর রায়েক ৬/১২২; আদ্দুররুল মুখতার ৫/১৬৬; তাকমিলা ফাতহুল মুলহিম ১/৬১৯; বুহুছ ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা ১/৩৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم