প্রশ্ন
আমার মাঝেমধ্যে ফরয নামায একাকী আদায় করতে হয়। একাকী নামায আদায়ের ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ রাকাতে ভুলক্রমে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেলি। আমি জানতে চাচ্ছি, এতে করে আমার নামাযে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ফরযের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা না মিলানোই সুন্নত। তাই ইচ্ছাকৃত সূরা মিলাবে না। ভুলে হয়ে গেলে অসুবিধা নেই। এ কারণে সাহু সিজদা আসবে না।
উল্লেখ্য, মনোযোগ সহকারে নামায পড়া উচিত। নামাযে প্রায় ভুল হওয়া উদাসীনতার লক্ষণ। এ ব্যাপারে সচেতন হওয়া কর্তব্য।
-তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৪; আলমুহীতুল বুরহানী ২/৩১০; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আলবাহরুর রায়েক ১/২৯৬; শরহুল মুনইয়াহ ৩৩১; রদ্দুল মুহতার ১/৫১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم