প্রশ্ন
রমযান মাসে তারাবীর সময় কোনো কোনো মুসল্লী ভাইকে দেখা যায়, ইমাম সাহেব রুকুতে যাওয়া পর্যন্ত বসে থাকেন। যখনই ইমাম সাহেব রুকুতে যান তখন তারা দ্রুত উঠে তাকবীর বেঁধে রুকুতে চলে যান। জানতে চাই এমনটি করা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামায শুরু হওয়ার পর কোনো মুক্তাদীর জন্য সাথে সাথে শরীক না হয়ে রুকুতে যাওয়ার অপেক্ষায় বসে থাকা অলসতা ও উদাসীনতার লক্ষণ। নামাযে অলসতা ও উদাসীনতা মুমিনের শানের খেলাফ। তাই বিনা ওজরে এমনটি করা থেকে বিরত থাকা আবশ্যক।
উল্লেখ্য, অসুস্থতা, দুর্বলতা, বার্ধক্য ইত্যাদি ওজরের কারণে যদি কারো দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তবে সে বসেই তারাবী আদায় করতে পারে। আর কিছুটা দাঁড়াতে সক্ষম হলে কিছুক্ষণ দাঁড়িয়ে এবং কিছুক্ষণ বসেও পড়তে পারে। কিন্তু জামাতে অংশগ্রহণ না করে বসে থাকা এবং রুকুর সময় অংশগ্রহণ করা খুবই অপছন্দনীয় কাজ।
-আলমুহীতুল বুরহানী ২/২৬৪; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ.২২৭; শরহুল মুনয়া পৃ. ৪১০; রদ্দুল মুহতার ২/৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم