প্রশ্ন
আমি এশার নামাযের প্রথম রাকাতে ভুলে ৩ টা সিজদা করে ফেলি। পরে সাহু সিজদা দিয়ে নামায শেষ করি। এখন আমার জানার বিষয় হলো, আমার ঐ নামায কি আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক রাকাতে ভুলে ৩ বার সিজদা করার কারণে আপনার উপর সাহু সিজদা করা আবশ্যক হয়েছিল। আপনি যেহেতু তা আদায় করেছেন, তাই উক্ত নামায আদায় হয়ে গেছে।
-মুসান্নাফে আবদুর রায্যাক, হাদিস: ৩৫২৪; আলমুহীতুল বুরহানী ২/৩০৮; কিতাবুল আছল ১/২১১; বাদায়েউস সনায়ে ১/৪০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم