প্রশ্ন
আমি ফজর নামায পড়ে জায়নামাযে বসে সকাল-সন্ধ্যার আমল করি। এরপর এশরাকের সময় হলে দু’চার রাকাত এশরাকের নামায পড়ে ঘরের কাজ শুরু করি। গত ঈদের দিনও ফজর নামায পড়ে এশরাকের অপেক্ষায় বসেছিলাম। আমার স্বামী দেখে বললেন, ঈদের দিন ঈদের নামাযের আগে মহিলাদের কোনো নফল নামায নেই। জানতে চাই, আমার স্বামীর উক্ত কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনার স্বামী ঠিকই বলেছেন। ঈদের দিন ঈদের নামাযের আগে নারী-পুরুষ সকলের জন্যই নফল নামায নেই। হাদিস শরিফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে-
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَومَ أَضْحَى، أَوْ فِطْرٍ، فَصَلَى رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلَا بَعْدَهَا.
রাসূলুল্লাহ (সা.) ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিন বের হয়ে ঈদের দু’রাকাত নামায পড়েছেন। আগে পরে কোনো নামায পড়েননি। (সহিহ মুসলিম, হাদিস: ৮৮৪)
উক্ত হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেছেন, ঈদের দিন নারী-পুরুষ কেউই ঈদের নামাযের আগে নফল পড়বে না। এবং ঈদগাহে ঈদের নামাযের পরেও পড়বে না।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৫৮৯৫; আলমাবসূত, সারাখসী ২/৪০; কিতাবুল আছল ১/৩২২; আলমুহীতুল বুরহানী ২/৪৯৯; রদ্দুল মুহতার ২/১৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم