প্রশ্ন
আমি শীতের সময় চামড়ার মোজার উপর মাসেহ করি। অনেক সময় এমন হয় যে, অযু থাকতেই মাসেহের সময়সীমা শেষ হয়ে যায়। এখন জানার বিষয় হল, এ অবস্থায় আমার জন্য পুনরায় অযু করা আবশ্যক নাকি শুধু মোজা খুলে পা ধুয়ে নিলেই চলবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
অযু থাকা অবস্থায় যদি মাসেহের সময়সীমা শেষ হয়ে যায় তাহলে মোজা খুলে উভয় পা ধুয়ে নিলেই চলবে। পুনরায় অযু করা আবশ্যক নয়। তবে নতুন করে অযু করে নেওয়া উত্তম।
-কিতাবুল আসার, বর্ণনা: ১৫; কিতাবুল আছল ১/৭৩; আদ্দুররুল মুখতার ১/২৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪১৬; ফাতাওয়া খানিয়া ১/৪৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم