প্রশ্ন
আমাদের এলাকায় মায়্যেতকে কবরে রাখার পর শুধু মুখ কিবলার দিকে ঘুরিয়ে রাখা হয়। পুরো শরীর কিবলার দিকে রাখা হয় না। এতে কি সুন্নত আদায় হবে? নাকি পুরো দেহ কিবলার দিকে রাখতে হবে? জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মায়্যেতকে কবরে ডান কাত করে শুইয়ে সিনা ও চেহারা কিবলার দিকে করে রাখা সুন্নত। প্রয়োজনে পিঠের দিকে মাটির চাক কিংবা মায়্যেতকে পূর্বের দেয়ালের সাথে টেক লাগিয়ে রাখবে। যেন মায়্যেত উল্টে না যায় এবং সহজে ডান কাত করে রাখা যায়। কিন্তু চিত করে শুইয়ে শুধু চেহারা কিবলার দিকে ঘুরিয়ে রাখলে সুন্নতসম্মত হবে না। প্রসিদ্ধ তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন,
اسْتَقْبِلْ بِالْمَيِّتِ الْقِبْلَةَ.
অর্থাৎ মায়্যেতকে কিবলামুখী করে রাখো। সুফিয়ান (রাহ.) বলেন-
يَعْنِي عَلَى يَمِينِهِ كَمَا يُوضَعُ فِي اللّحْدِ.
অর্থাৎ ডান কাতে রাখো যেমনিভাবে লাহদ কবরের ক্ষেত্রে রাখা হয়। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬০৬০)
-আলমাবসূত, সারাখসী ২/৭৩; ফাতহুল কাদীর ২/৯৯; আলমুহীতুল বুরহানী ৩/৯০; আলবাহরুর রায়েক ২/১৯৪; হালবাতুল মুজাল্লী ২/৬২৪; রদ্দুল মুহতার ২/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم