প্রশ্ন
আমাদের দেশের বড় বড় শহরগুলিতে সরকারের পক্ষ থেকে গণকবরস্থান থাকে। সেখানে সাধারণত একদিক থেকে এক এক করে কবর দিতে থাকে। এক সময় গিয়ে পুরো কবরস্থান পূর্ণ হয়ে যায়। পরে পুনরায় পুরাতন কবর খনন করে তাতে নতুন কবর দেওয়া হয়। জানার বিষয় হল, এভাবে পুরাতন কবর খনন করে নতুন কবর দেওয়ার শরঈ বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কবরস্থানে নতুন কবরের জন্য খালি জায়গা না থাকলে পুরাতন যে কবরে মৃত দেহ মাটি হয়ে যাওয়ার প্রবল ধারণা হবে তাতে কবর দেয়া জায়েয। অবশ্য তা খনন করতে গিয়ে পুরাতন কবরে হাড্ডি ইত্যাদি কিছু পাওয়া গেলে সেগুলি একত্র করে দাফন করে দেবে।
– তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; আততাজনীস ওয়ালমাযীদ ২/২৮৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭; রদ্দুল মুহতার ২/২৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم