প্রশ্ন
কয়েকদিন আগে আমার একটি মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয়। তাকে জানাযার জন্য মসজিদে নেওয়া হলে ইমাম সাহেব বলেন, ‘বাচ্চা মৃত অবস্থায় জন্ম নিলে জানাযা দিতে হয় না’। একথা বলে হালকা দুআ করে আমাকে ফিরিয়ে দিলেন। জানার বিষয় হল, তার এই কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, ইমাম সাহেবের কথা ঠিক। মৃত অবস্থায় প্রসবকৃত বাচ্চার জানাযা দিতে হয় না। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন-
الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ، وَلَا يَرِثُ، وَلَا يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ.
বাচ্চা আওয়াজ না করলে (অর্থাৎ মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলে) তার জানাযা দিতে হয় না এবং সে কারো ওয়ারিস হবে না এবং তারও কেউ ওয়ারিস হবে না। (জামে তিরমিযী, হাদিস: ১০৩২)
-মুছান্নাফে ইবনে আবি শাইবা, আছার ১১৭১৭; কিতাবুল আছল ১/৩৪৬; ফাতাওয়া খানিয়া ১/১৮৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৯; রদ্দুল মুহতার ২/২২৮; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم