প্রশ্ন
আমার চাচাতো বোনের দুই বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার ঝগড়া লেগে থাকে। সে সবসময় তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। তার কথা অমান্য করে। সে নিজের মন মত চলাফেরা করে। এতে স্বামী বাধা দেয় বিধায় সে তার স্বামীর সাথে থাকতে চাচ্ছে না এবং তার থেকে তালাক নিতে চাচ্ছে। এখন স্বামী বলছে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে খোলা তালাক দিবে। বিয়েতে মোহর ছিল আড়াই লক্ষ টাকা। সম্পুর্ণ টাকা বিয়ের পরপরই পরিশোধ করে দেওয়া হয়েছিল। এখন জানার বিষয় হলো, খোলা তালাকের বিনিময়ে স্বামী কী পরিমাণ টাকা স্ত্রীর থেকে নিতে পারবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্ত্রীর দোষত্রুটির কারণে যদি সংসার ভাঙার উপক্রম হয় এবং স্ত্রী নিজেই স্বামী থেকে তালাক নিতে চায় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে খোলা তালাকের বিনিময়ে কোনো সম্পদ বা টাকা-পয়সা নেয়া জায়েয আছে। তবে এক্ষেত্রেও মহরের চেয়ে বেশি নেয়া অনুত্তম।
আর যদি স্বামীর দোষের কারণে স্ত্রী তালাক নিতে বাধ্য হয় তাহলে স্বামীর জন্য কোনো কিছু নেয়া জায়েয হবে না। বিশিষ্ট তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
إِذَا جَاءَ الْأَمْرُ مِنْ قِبَلِهَا حَلّ لَهُ مَا أَخَذَ مِنْهَا فَإِنْ جَاءَ مِنْ قِبَلِهِ لَمْ يَحِلّ لَهُ مَا أَخَذَ مِنْهَا.
অর্থাৎ যদি স্ত্রীর দোষের কারণে তালাক হয় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে কিছু নিলে তা বৈধ হবে। আর যদি স্বামীর দোষের কারণে হয় তাহলে স্বামীর জন্য স্ত্রী থেকে কিছু নেয়া জায়েয হবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১১৮২৫)
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি বাস্তবে স্ত্রীর দোষের কারণেই স্ত্রী তালাকের দাবি করে থাকে তাহলে স্বামী খোলা তালাক দিয়ে স্ত্রী থেকে বিনিময় নিতে পারবে। তবে মহর সমপরিমাণ তথা আড়াই লক্ষ টাকা বা তার চেয়ে কম নেয়া উচিত হবে। তার চেয়ে বেশি নেয়া অনুত্তম হবে।
-কিতাবুল আছল ৪/৫৫৮; ফাতহুল কাদীর ৪/৬১; বাদায়েউস সানায়ে ৩/২৩৫; আদ্দুররুল মুখতার ৩/৪৪৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم