প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাযা কাঁধে নিয়ে উচ্চৈঃস্বরে কালিমা শাহাদাত এবং এজাতীয় বিভিন্ন দুআ পড়া কি জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জানাযা বহন করার সময় উচ্চৈঃস্বরে যিকির করা মাকরূহ। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য।
উল্লেখ্য, জানাযা বহন করার সময় নীরব থাকা উচিত। তবে কেউ যিকির করতে চাইলে মনে মনে করবে।
হযরত কায়েস ইবনে উবাদা (রাহ.) বলেন-
كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم يَسْتَحِبُّونَ خَفْضَ الصوْتٍ عِنْدَ ثَلاَثٍ : عِنْدَ الْقِتَالِ، وَعِنْدَ الْقُرْآنِ، وَعِنْدَ الْجَنَائِزِ.
অর্থাৎ সাহাবায়ে কেরাম (রা.) তিন সময় আওয়াজ নীচু রাখতে পছন্দ করতেন। ১. যুদ্ধের সময়, ২. কুরআন তিলাওয়াতের সময় ৩. জানাযার সময়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ১১৩১৩)
-ফাতহুল কাদীর ২/৯৭; বাদায়েউস সানায়ে ২/৪৬; আলবাহরুর রায়েক ২/১৯২; আদ্দুররুল মুখতার ২/২৩৩; আলহাবিল কুদসী ১/২৬৩; মুখতারাতুন নাওয়াযিল ১/৪০৮; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم