প্রশ্ন
ওয়াকফকৃত নয় এমন কবরস্থানের উপর মসজিদ নির্মাণ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কবরের উপর কোনো কিছু নির্মাণ করা নিষেধ ও নাজায়েয। হাদিস শরিফে এসেছে,
نَهَى رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يُجَصّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ
‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকর্ম করতে, তার উপর বসতে ও তার উপর (কোনো কিছু) নির্মাণ করতে নিষেধ করেছেন।’ [সহিহ মুসলিম, হাদিস: ৯৭০]
কাজেই কবরস্থানের উপর মসজিদ নির্মাণ করা যাবে না।
রদ্দুল মুহতার ২/২৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم