প্রশ্ন
মৃত ব্যক্তির গোফ বড় থাকলে তা কেটে দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তির গোফ বড় থাকলেও তা কেটে দেওয়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে, হাসান বসরী (রহ.) ও ইবনে সিরীন (রহ.) বলেন,
لَا يُجَزُّ لَهُ شَعْرٌ، وَلَا يُقَلَّمُ لَهُ ظُفْرٌ
‘মৃতের চুল ও নখ কাটা যাবে না।’ [সুনানুল কুবরা বায়হাকী, হাদিস: ৬৬৩৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم