প্রশ্ন
আমি গোসল ফরয অবস্থায় শুয়ে ছিলাম। পাশে স্ত্রী কুরআন তিলাওয়াত করছিল। তখন সে একটি সিজদার আয়াত তিলাওয়াত করে। এখন আমার জানা বিষয় হলো, পবিত্রতা অর্জন করার পর কি আমার উপর উক্ত সিজদা আদায় করা ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলে তিলাওয়াতে সিজদা ওয়াজিব হয়। সুতরাং পবিত্রতা অর্জনের পর আপনাকে উক্ত তিলাওয়াতে সিজদা আদায় করে নিতে হবে। হযরত ইবরাহীম নাখায়ী (রাহ.) ও সাঈদ ইবনে জুবাইর (রাহ.) বলেন-
إذَا سَمِعَ الْجُنُبُ السَّجْدَةَ اغْتَسَلَ، ثُمَّ سَجَدَ.
গোসল ফরয অবস্থায় সিজদার আয়াত শুনলে গোসল করার পর সে উক্ত সিজদা আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৬)
-কিতাবুল আছল ১/২৭২; খুলাসাতুল ফাতাওয়া; ১/১৮৪; আলমুহীতুল বুরহানী ২/৩৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; আদ্দুররুল মুখতার ২/১০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم